ভারতের জয়, বিশ্ব রেকর্ড বাঙালি পেসারের
নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল ভারত। যেখানে হেরেছিল ৬২ রানের বড় ব্যবধানে। তবে তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এখানেই থেমে থাকেননি ভারতের মেয়েরা। ম্যাচ জয়ের পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়ে নিজের নামটি স্মরণীয় করে রাখলেন ভারতীয় বোলার ঝুলন গোস্বামী। ১ উইকেটের সুবাদে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক বনে গেলেন তিনি।
শনিবার (১২ মার্চ) হ্যামিলটনের সিডন পার্কে মুখোমুখি হয় দুই দল। এদিন ভারতের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেন স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত কউর। তাদের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলে ভারত।
৩১৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২ ওভারেই ১০০ রান তোলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে ভারতীয় বোলারদের দাপটে পরবর্তীতে ক্রিজে দাঁড়াতে পারেননি কোনো ক্যারিবিয়ান ব্যাটসম্যানই। ফলে ৪১ ওভারের মধ্যে ১৬২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে ১৫৫ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত।
এদিন ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি সরমা ছাড়া সবাই উইকেট পেয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্নেহ রানা (৩) ও মেঘনা(২)। তবে তাদের মতো একাধিক উইকেট নিজের ঝুলিতে ঢোকাতে না পারলেও একটি উইকেট দিয়েই বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন ঝুলন।
এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নদীয়ায় জন্ম নেওয়া এই পেসারের উইকেট সংখ্যা দাঁড়াল ৪০টি। এর আগে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টন। তার উইকেট সংখ্যা ৩৯।
এসআইএইচ