দেশে ফিরেছেন সাকিব
বিজ্ঞাপনে শুটিং শেষে আজ বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। গত ৬ মার্চ তিনি দুবাই গিয়েছিলেন। যাওয়ার প্রাক্কালে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন তিনি শারীরিক ও মানসিকভাবে অবসাদ থাকায় দক্ষিণ আফ্রিকায় যেতে চান না। এ নিয়ে গত কয়েকদিন ক্রীড়াঙ্গণে এটিই ছিল প্রধান আলোচ্য বিষয়।
আজ রাতে তিনি দেশে ফিরেছেন। যাওয়ার আগে যেহেতু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন, ফিরে আসার পরও বলবেন পরবর্তী ঘটনা নিয়ে। যে কারণে সাংবাদিকরা বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করেছিলেন। সাকিবের বিমান অবতরন করলেও সাংবাদিকরা সাকিবের দেখা পাননি। দেশে ফিরে আসার পর সাকিব সব সময় যে ভিআইপি গেট দিয়ে বের হতেন। সেখানেই কথা বলতেন সাংবাদিকদের সঙ্গে। যে কারণে সাংবাদিকরা ভিআইপি গেটেই অবস্থান করছিলেন। কিন্তু তারা আর সাকিবের দেখা পাননি। সাকিব কোন গেইট দিয়ে বের হয়ে গেছেন তা কেউ টের পাননি। তবে সাকিবের গাড়ি ছিল বিমাবন্দরে। যে কারণে সাকিবের কোনো ছবি কিংবা বক্তব্য পাওয়া যায়নি।
ইতিমধ্যে সাকিবের চাওয়ার পরিপ্রেক্ষিতে বিসিবি তার প্রত্যাশার চেয়েও বেশি বিশ্রাম দিয়েছে এপ্রিল পর্যন্ত। সাকিব দেশে আসার পর তার সঙ্গে আগামীকাল বিসিবির পক্ষ থেকে বসা হবে। জানতে চাওয়া হবে তার আগামীর পরিকল্পনা কী?
এমপি