সুপার লিগে সাকিবকে চায় মোহামেডান!
শারীরিক ও মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে না যেতে চেয়ে বিসিবির কাছে বিষয়টি জানিয়েছিলেন সাকিব আল হাসান।তার এ রকম চাওয়াতে সর্বত্র সমালোচনা সৃষ্টি হয়।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে বিসিবির পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন পর্যন্ত হুংকার দিয়েছিলেন। তাতে করে স্পষ্টতই বুঝা গিয়েছিল সাকিব এবার আর সহজে পার পাবেন না। কিন্তু বিসিবি সাকিবের সঙ্গে খেলেছে ‘মেন্টাল’ গেইম।
তাকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে। সঙ্গে যোগ করেছে সব ধরনের ক্রিকেট। এতে করে সাকিব ১৫ মার্চ শুরু হতে যাওয়া জমজমাট প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে কোনো ম্যাচই খেলতে পারবেন না।
সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে গেলে দেশে ফিরে আসার পর প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে সুপার লিগের ম্যাচগুলো খেলতে পারতেন। এখন কোনো ম্যাচই খেলতে পারবেন না। এদিকে লিগ শেষ হবে এপ্রিলের শেষ সপ্তাহে।
এ নিয়ে বুধবার ঢাকাপ্রকাশের কাছে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদু্জ্জামান। বৃহস্পতিবার এ নিয়ে কথা বলেন ক্রিকেট কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এ জি এম সাব্বির।
তাদের চাওয়া সাকিব যাতে করে মোহামেডানের হয়ে কয়েকটি খেলা খেলতে পারেন। এতে করে তিনি আর্ন্তজাতিক ক্রিকেটে ফিরে আসার আগে ম্যাচ খেলার সুযোগ পাবেন। মে মাসে ঘরের মাঠে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে।
এ জি এম সাব্বির বলেন, ‘কীভাবে আমরা সাকিবকে এই মৌসুমে কিছু ম্যাচের জন্য হলেও পেতে পারি সেটার জন্য বোর্ডের সাথে কথা বলব। সাকিব যখন ক্রিকেটে ফিরবে তখন ওরও কিছু ম্যাচ দরকার। আমরা বোর্ডকে সেই প্রস্তাব দিব, বোর্ড যদি বিবেচনা করে।’
মোহামেডানের চাওয়া অনুযায়ী বিসিবি অনুমতি দিলে মোহামেডান যদি সুপারি লিগে উঠতে পারে সে ক্ষেত্রে সাকিব ৫টি ম্যাচ খেলতে পারবেন?
সাকিবের কী লিগে মোহামেডানের হয়ে খেলার কোনো সম্ভাবনা আছে জানতে চাওযা হলে সাব্বির বলেন, ‘সবার আগে দেশ, তারপর ক্লাব। বাংলাদেশের হয়ে পারফর্ম করেই সে আজ বিশ্ব ক্রিকেটে সুপারস্টার। আমরা দেখতে চাই সাকিব বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। তারপর যদি ক্লাবের জন্য খেলার সুযোগ থাকে, ইনশাআল্লাহ্ খেলবে।’
কিন্তু সাকিবকে ঘরোয়া আসরে খেলতে হলে নিজ থেকে বিষয়টি সাকিবকে জানাতে হবে বলে জানান সাব্বির। সে ক্ষেত্রে সাকিবকে বলতে হবে তার বিশ্রাম যাতে কমিয়ে আনাা হয়।
সাব্বির বলেন, ‘সাকিব যে সময় পর্যন্ত ছুটি চেয়েছিল তখন দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হয়ে যায় এবং লিগের সুপার লিগের ম্যাচগুলো বাকি থাকে। সেক্ষেত্রে সাকিব যদি মোহামেডানের জন্য খেলতে চায় সেটা সাকিবকেই বলতে হবে। আমরা চাই সাকিব খেলুক। তবে সেক্ষেত্রে বোর্ড থেকে সবুজ সংকেত নিয়েই সাকিবকে খেলতে হবে।’
এদিকে সাকিবকে দক্ষিণ আফ্রিকা সফরে না পাওয়াতে তাকে খুব মিস করবেন বলে জানান পেসার তাসকিন।
আজ মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সাকিব ভাই সবসময় ফ্যাক্টর। উনি থাকলে যেকোনো দলের জন্য সবসময় ভালো হয়। যদি না খেলে, আমরা অনেক মিস করব।’
এমপি/এমএমএ/