‘সাকিবের এসব ভালো দৃষ্টান্ত নয়’
জালাল ইউনুস
দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চাওয়া সাকিবকে বিসিবি এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে। যদিও তিনি দুবাই যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে বলেছিলেন ওয়ানডে না খেলে টেস্ট সিরিজও খেলতে পারেন। কিন্তু বিসিবি এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেওয়াতে সে সুযোগ আর থাকছে না সাকিবের সামনে।
তবে আগামীতে সাকিব নিয়মিত টেস্ট খেলবেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘আজ সাকিব আমাদের জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সফর পুরোটা থেকেই প্রত্যাহার করে নিতে চায়, বিশ্রাম চায়। শুধু দক্ষিণ আফ্রিকা সফর। সে সেই (টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেস্ট না খেলা) অবস্থান থেকে সরে এসেছে। সে এসে আমাদের সাথে বসে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানাবে। সেটা তার মুখ থেকেও জানতে পারবেন।’
জালাল ইউনুস স্বীকার করেন সাকিব যেটা করছেন সেটা ভালো দৃষ্টান্ত নয়। তিনি বলেন, ‘এসব ভালো দৃষ্টান্ত নয়, এতে কোনো সন্দেহ নেই। এটা আমরা স্বীকার করি। আরও ১৪ জন খেলোয়াড় আছে, তারা অবশ্যই সিনিয়রকেই অনুসরণ করে। আমরাও চাইব তাদের সিনিয়রদের নিয়ে মনোভাব ইতিবাচক হওয়া উচিত।’
জালাল ইউনুস জানান, সাকিবের মিডিয়ায় বলার আগে আমাদের কাছে আসা উচিত ছিল। আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। এটা প্রেসিডেন্ট সাহেব তাকে বলেছেন। সেও জানে। হতে পারে, হিট অব দ্য মোমেন্ট ওখানে অনেক কিছু বলতে পারে সে। এর পরিপ্রেক্ষিতে আমরা কী করতে পারি। তাকে আগে আসতে দিন। কথা বলে দেখব।’
জালাল ইউনুস কথা বলার সময় তার সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
এমপি/আরএ/