টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নাসুম সেরা দশে
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানকে ধসিয়ে দিয়েছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। হয়েছিলেন ম্যাচ সেরা।
আর এই পারফরম্যান্স নাসুমকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা দশে নিয়ে এসেছে। উন্নতি ঘটেছে ১৭ ধাপ। আগে তার অবস্থান ছিল ২৭ নম্বারে।
বুধবার (৯ মার্চ) আইসিসি নতুন র্যাঙ্কিং প্রকাশ করে। নাসুমের এটি ক্যারিয়ারের সেরা অবস্থান। তার র্যাটিং পয়েন্ট ৬৩৭।
নাসুম ১৭ ধাপ উন্নতি ঘটিয়ে র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে থাকলেও সবচেয়ে বেশি উন্নতি হয়েছে লিটন দাসের। তার উন্নতি ঘটেছে ২৬ ধাপ। এতে করে তিনি অবস্থান করছেন ৪৯তম স্থানে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লিটন প্রথম ম্যাচে ৬০ রান করেছিলেন।
বোলিংয়ে নাসুমের মতো উন্নতি হয়েছে শেখ মেহেদি হাসানের। উইকেট পেয়েছেন একটি। উন্নতিও ঘটেছে একধাপ। তার অবস্থান ১৪ থেকে ১৩তে। এক ধাপ উন্নতি ঘটেছে মোস্তাফিজুর রহমানের। তিনিও উইকেট পেয়েছেনি একটি। উন্নতিও ঘটেছে এক ধাপ। আছেন ২১তম স্থানে। অবনতি ঘটেছে সাকিবের। ২ উইকেট নিলেও তার অবনতি হয়েছে ৪ ধাপ। নেমে গেছেন ১৯তম স্থানে। বোলিংয়ে অবস্থানের নড়চড় হলেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের কোনো হেরফের হয়নি। তিনি দুইয়েই আছেন।
এমপি/এমএমএ/