দক্ষিণ আফ্রিকায় ভালো খেলা নয়, জিততে চান তামিম
তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বেশি শক্তিশালী একদিনের ম্যাচে। ১৯৯৯ সাল থেকে খেলে আসছে একদিনের বিশ্বকাপ ক্রিকেট। হারিয়েছে টেস্ট খেলুড়ে সব দেশকে। একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া বাকি সব দেশের বিপক্ষেই আছে একাধিক জয়। সিরিজও জিতেছে অনেক দেশের বিপক্ষে।
২০১৫ সালের বিশ্বকাপে খেলেছে কোয়ার্টার ফাইনাল। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ ঠিকানা ছিল সেমি ফাইনাল পর্যন্ত। এশিয়ার কাপের বেশ কয়েকটি আসরেও খেলেছে ফাইনাল। এখন আর ভালো খেলার জন্য মাঠে নামে না। টার্গেট থাকে যে কোন দলকে হারানোর। ২০১৭ সালের পর আবার বাংলাদেশ দল যাচ্ছে দক্ষিণ আফিকা সফরে। তাদের বিপক্ষে ২১ বারের মোকাবেলাতে বাংলাদেশের জয় চারটিতে। কিন্তু তাদের মাটিতে নেই কোনো জয়। এবার দক্ষিণ আফ্রিকাকে হারাতে চান তাদের মাটিতে।
বুধবার (৯ মার্চ) মিরপুরে সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন দলনেতা তামিম ইকবাল।
তিনি বলেন, ‘দেখুন, ওয়ানডে ক্রিকেটে আমরা এমন একটা স্টেজে আছি যেখানে জেতা ছাড়া উচিত হবে না। অবশ্যই আমরা জেতার জন্যই যাব। এটাও সত্যি আমাদের রেকর্ডও সেখানে ভালো না। বাট রেকর্ড জিনিসটাই এমন, যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে।’
তামিম ইকবাল এখানে উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন নিউ জিল্যান্ডকে তাদের মাটিতে হারানো। নিউ জিল্যান্ডে বাংলাদেশ কোনো ফরম্যাটেই জয় পায়নি। সেটি সম্ভব করেছে এ বছরই টেস্ট ম্যাচ জিতেছে।
তিনি বলেন, ‘একটা বড় উদাহরণ হলো নিউজিল্যান্ড টেস্ট। যেখানে আমরা কোনোদিনই তেমন ভালো করতে পারিনি। আমরা এটা পরিবর্তন করতে পেরেছি। এটাই আশা করব যে রেকর্ডটা দক্ষিণ আফ্রিকায় আছে, তা যেন পরিবর্তন করতে পারি। আমরা সবাই জানি এটা খুবই চ্যালেঞ্জিং। এমন না যে আমি বলে যাব আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা আমরা ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই জিততে চাই। তা করার জন্য প্রয়োজন আমি তা করব। তারপরও যদি কোনো পরিবর্তন না আসে তাহলে আমরা আরও কঠোর পরিশ্রম করব।’
দক্ষিণ আফ্রিকাকে হারাতে নিউ জিল্যান্ডকে হারানো ছাড়াও তামিম ইকবাল নিজেদের মাঝে দেখছেন আত্মবিশ্বাস। দলের সবারে মাঝে সেই বিশ্বাসের বীজটা আছে বলে জানান তামিম ইকবাল।
তিনি বলেন, ‘জিততে পারি এটা কিন্তু আমরা বিভিন্ন ফরম্যাটে প্রমাণ করছি। নিউ জিল্যান্ডের কথাই চিন্তা করেন সেখানে আমরা ৩০-৩২ ম্যাচে জিততে পারি নাই, কিন্তু তা এবার পরিবর্তন করেছে দল। আমার বিশ্বাস এই দলটাও এটা পরিবর্তন করতে পারবে। আমি সবসময় বিশ্বাস করি যে আপনি মেন্টালি যতটা ফ্রেশ থাকেন, আপনার মধ্যে যদি বিশ্বাসটা থাকে তাহলে অনেক কিছু সম্ভব। আমি আমার দল নিয়ে একটা ব্যাপার বলতে পারি যে সবার মধ্যে ভালো করতে পারার বিশ্বাসটা রয়েছে।’
এমপি/এমএমএ/