বিসিবির বিরুদ্ধে বেফাঁস কথা বলে শাস্তির মুখে সাইফউদ্দিন
বিসিবির বিরুদ্ধে বেফাঁস কথা বলে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৭ মার্চ) সাইফউদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, ‘গত সাড়ে ৫ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি।’
তিনি আরও বলেন, ‘আপাতত আমার লক্ষ্য প্রিমিয়ার লিগে ভালো খেলা। এখানে খেলে জাতীয় দলে যেতে হবে এমন কিছু ভাবিনি। যা হওয়ার হবে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চাই। ডিপিএলের পর আয়ারল্যান্ড সফর ছিল, ওটা এখন স্থগিত হয়ে গেছে। আমি এখন জাতীয় দলে নেই। তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন চিন্তা-ভাবনা করব।’
তার এমন বক্তব্যই বিসিবি মঙ্গলবার (৮ মার্চ) তাকে ডেকে এ সব বিষয়ে জানতে চেয়েছিল। সাইফউদ্দিন তার এমন বক্তব্যের জন্য দু:খপ্রকাশ করেছেন বলেও জানান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, ‘একজন ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে বলতে পারে তবে তা আমাদের সঙ্গে এবং তা যদি সত্য হয়। কিন্তু সম্পূর্ণ সত্য বিষয়গুলো সে এড়িয়ে গেছে। সেজন্য আমরা তার সঙ্গে বসেছি। সে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে। এখন আমরা চিন্তা করব তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়।’
তিনি আরও বলেন, সাইফউদ্দিন মিডিয়ার সামনে বিসিবিকে নিয়ে মিথ্যচার করেছে। এজন্য তাকে পরের দিনই জরুরি তলব করা হয় বিসিবিতে। সত্য হলো, সাইফউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডেও পাঠানো হয়েছিল। সে যেহেতু আমাদের ভবিষ্যৎ তারকা ক্রিকেটার তখন চিন্তা করলাম তাকে আরও উন্নত চিকিৎসার জন্য পাঠানো যায় কিনা। ডিসেম্বরে আমরা ইসিবির সঙ্গে যোগাযোগ করি। পরে তারা তাদের এক সার্জনের নাম আমাদের জানায়। চিন্তা করলাম উন্নত চিকিৎসার জন্য হাসান মাহমুদ এবং সাইফউদ্দিনকে লন্ডনে পাঠাব।’
জালাল ইউনুস জানান, ‘তার সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ ছিল। পরিবর্তীতে থ্রি-ডাইমেনশনার সিটি স্ক্যান করানো হলো এবং কেন বার বার ইনজুরিতে পড়ছিল তার কারণও জানতে পারলাম। চিকিৎসার পর সে সুস্থও হয়ে উঠছিল এবং তারপরও রিহ্যাব প্রোগ্রামে ছিল। এ কারণেই আমাদের জানার দরকার ছিল আমাদের গাফলতি কোথায় ছিল। সে বলল তার বলায় ভুল ছিল। কিন্তু আমি মিডিয়ায় দেখলাম এই যে প্রক্রিয়ার মধ্যে ছিল, সেগুলোর কথা একবারও উল্লেখ করেনি। এটিই আমাদের অবাক করেছে। সে কীভাবে এগুলো এড়িয়ে গেল।’
এদিকে বিসিবির মুখোমুখি হয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাইফউদ্দিন সব দোষ চাপিয়ে দেন মিডিয়ার উপর। মিডিয়া তার বক্তব্য যথাযথভাবে তুলে ধরেনি বলেও অভিযোগ করেন। তিনি ক্রিকেটাররা না থাকলে সাংবাদিকদের অস্থিত্বও থাকতো না বলে জানান।
সাইফউদ্দিন বলেন, ‘আপনারা যদি নিউজগুলো ভালো করে দেখেন, আমি সরাসরি কোচিং স্টাফ বা বিসিবির কারও নাম সরাসরি বলিনি। আমি হতাশা থেকে নিজের অভিমানের কথা বলেছি। আমাকে টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছে। কোভিড পজিটিভ ছিল, এক সপ্তাহ পর আবার পাঠিয়েছে। এগুলোর প্রশংসা তো অবশ্যই করতে হবে। কিছু দিন আগে আমাকে ইংল্যান্ডে পাঠিয়েছে বিসিবি। আমি কেন বিসিবির বিরুদ্ধে কথা বলব? কিছু কিছু অনলাইন সাংবাদিক ভাইরা ছিল যারা অপব্যবহার করেছে। যার কারণে আসলে আমাকে আজকে এমন একটা সময়ের সম্মুখীন হতে হচ্ছে। আসলে আপনারা তিলকে তাল বানিয়ে ফেলেন। ছোট বিষয় থেকে বড় ফাঁদ তৈরি করে ফেলেন। এই ক্রিকেট বোর্ড, ক্রিকেটাররা, আমরা যদি না থাকি তাহলে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। এটা সত্যি। আমরা যদি দেশের বাইরে সফর না করি, বিশ্বকাপের মত মঞ্চে অংশগ্রহণ না করি, আপনারাও দেশের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে পারবেন না। আপনাদেরও আরেকটু সতর্ক হওয়া উচিৎ। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। সবাই সবার জায়গা থেকে নিজের সেরাটা দেবেন। এমন কিছু করবেন না যাতে কারও ক্ষতি হয় বা নেতিবাচক প্রভাব পড়ে।’
এমপি/আরএ/