বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির ওয়ানডে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দলে রাবাদা- মিলার-ডি কককের মতো ক্রিকেটাররা আছেন। দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। যদিও ধারণা করা হয়েছিল আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবে না দক্ষিণ আফ্রিকা। আপাতত তারা ওয়ানডে সিরিজের জন্য সবাইকে পাচ্ছে। তবে টেস্ট ক্রিকেটে সবাইকে পাওয়া নিয়ে সংশয় আছে?
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট সুপার লিগের অংশ। প্রতিটি দেশ আটটি করে সিরিজ খেলবে। ৪টি ঘরের মাঠে। ৪টি বাইরে। বাংলাদেশ পাঁচটি সিরিজ খেলে ফেলেছে। দেশের বাইরে এটি হবে বাংলাদেশের তৃতীয় সিরিজ। আগের পাঁচ সিরিজে ১৫ ম্যাচ খেলে ১০০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সবার উপরে। দক্ষিণ আফ্রিকা খেলেছে ১০ ম্যাচ। পয়েন্ট ৩৯। পয়েন্ট টেবিলে বর্তমানে তাদের অবস্থান দশে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ মার্চ জোহানেসবার্গে। পরের ম্যাচ সেঞ্চুরিয়ানে ২০ মাচ। ২৩ মার্চ তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আবার জোহানেসবার্গে।
দক্ষিণ আফ্রিকা:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, জুবাইর হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, অ্যাইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, অ্যান্ডিলে ফেরুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, সারি ভন ডার ডুসেন ও কাইল ভেরেইনা।
এমপি/এসআইএইচ