শরিফির হ্যাটট্রিকে পুলিশের জয়
বাংলাদেশ প্রিমিয়ার বিভাগ ফুটবল লিগে আবারো হ্যাটট্রিক হয়েছে। এবারো হ্যাটট্রিক করেছেন বিদেশি ফুটবলার।
আফগানিস্তানের আমিরউদ্দিন শরিফির হ্যাটট্রিকে বাংলাদেশ পুলিশ ৪-২ গোলে হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘকে। এটি ছিল লিগে চতুর্থ হ্যাটট্রিক। এর আগে হ্যাটট্রিক করেছিলেন রহমতগঞ্জের বিপক্ষে বসুন্ধরার ব্রাজিলয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ, সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড এবং স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে সাইফ স্পোর্টিংয়ের এমেকা ওগবাগে।
এ ম্যাচে পুলিশের হয়ে অপর গোলটি করেন মরোক্কোর আদিল কুছকুছ। স্বাধীনতা সংঘের দুই গোলদাতাও বিদেশি। পোল্যান্ডের রাফাল জাবোরস্কি এবং বসনিয়া ও হার্জেগোভিনার নেদো তর্কোভিচ। পুলিশের এটি ছিল টানা তৃতীয় জয়। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১১। তারা সাত থেকে উঠে এসেছে পয়েন্ট টেবিলের পাঁচে। স্বাধীনতা সংঘের অবস্থান আগের মতোই এগার।
সোমবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রথমার্ধে পুলিশ ১-০ গোলে এগিয়ে ছিল। ২৬ মিনিটে আদিল কুছকুছের গোলে এগিয়ে যায়। ৪৯ মিনিটে আমিরউদ্দিন তার হ্যাটট্রিকের প্রথম গোল করেন পেনাল্টি থেকে। ৬০ মিনিটে দ্বিতীয় গোল করার পর ৭৮ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটিট্রক পূর্ণ করেন। স্বাধীনতা সংঘ দুইটি গোল পরিশোধ করে খেলার ৫২ ও ৮২ মিনিটে। প্রথমে রাফায়েল, পরে নেদো গোল করেন।
এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আত্মঘাতি গোলে রহমতগঞ্জের কাছে হেরে যায় মুক্তিযোদ্ধা সংসদ। ৫৭ মিনিটে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মুক্তিযোদ্ধার কামারা। এ জয়ে সাত ম্যাচে ফেডারশেনকাপ রানার্সআপ রহমতগঞ্জের পয়েন্ট ৭। তাদের অবস্থানও সাতে। আগে ছিল আটে। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে মুক্তিযোদ্ধা। শুক্রবার থেকে শুরু হবে অষ্টম রাউন্ডের ম্যাচ।
এমপি/ এসএন