এবার ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী, জানাবেন অজানা তথ্য
সাংবাদিক ইলিয়াস হোসেন (ইনসটে কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী)। ছবি: সংগৃহীত
সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিম (বীর বিক্রম) গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। এবার ইলিয়াস হোসেন ঘোষণা দিয়েছেন, ২৪ জানুয়ারি তার ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে আসবেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী। যিনি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার দায়ে অভিযুক্ত।
এ ব্যাপারে ২০ জানুয়ারি ইলিয়াস হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন এবং জানিয়ে দেন, লাইভটি বাংলাদেশ সময় রাত ৯টায় সম্প্রচারিত হবে। পোস্টের সঙ্গে রাশেদ চৌধুরীর একটি ছবি শেয়ার করেন তিনি।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী, যিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। তিনি ১৯৬৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং পরবর্তীতে বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেন। তবে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে দেশে ফেরত আসতে নির্দেশ দেওয়া হলেও তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। ২০১০ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ হলে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তবে তিনি এখনও পলাতক অবস্থায় রয়েছেন।
এর আগে, ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় এক প্রোগ্রামে তাকে অপমান করা হয়, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত আনার জন্য সরকারের পক্ষ থেকে বারবার কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও তার দণ্ড কার্যকর করা সম্ভব হয়নি।
এটি ইলিয়াস হোসেনের টকশো সিরিজের দ্বিতীয় পর্ব, যেখানে তিনি ৫ ডিসেম্বর মেজর (অব.) শরিফুল হক ডালিমকে লাইভে এনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার রাশেদ চৌধুরীর উপস্থিতি এবং তার তথ্য বিদেশে নির্বাসিত এই সাবেক সামরিক কর্মকর্তার জীবনের অজানা দিকগুলো উন্মোচন করবে।