সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | ৬ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মেজর ডালিমের পর এবার সাংবাদিক ইলিয়াসের টকশোতে আসছে কর্নেল রাশেদ চৌধুরী

মেজর ডালিমের পর এবার সাংবাদিক ইলিয়াসের টকশোতে আসছে কর্নেল রাশেদ চৌধুরী। ছবি: সংগৃহীত

সাংবাদিক ইলিয়াস হোসেনের আলোচিত টকশোতে এবার উপস্থিত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী। এর আগে মেজর ডালিমকে নিয়ে তার শো ব্যাপক আলোচিত হয়েছিল। সোমবার (২০ জানুয়ারি) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে কর্নেল (অব.) রাশেদ চৌধুরীর ছবি সংযুক্ত একটি পোস্টে এই তথ্য জানান ইলিয়াস হোসেন।

স্ট্যাটাসে ইলিয়াস উল্লেখ করেন, "৭৫-এর আরেক বীর যোদ্ধার সঙ্গে দেখা হবে ২৪ জানুয়ারি, বাংলাদেশ সময় রাত ৯টায়।"

তিনি আরও জানান, টকশোটি সরাসরি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে প্রচারিত হবে।

অনুষ্ঠানটি আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার রাত ৯টায় সরাসরি প্রচারিত হবে, যা নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

 

উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। শেখ মুজিব হত্যা মামলায় দীর্ঘদিন রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিজেকে নিরাপদে রাখতে সক্ষম হন। তাকে ফিরিয়ে আনতে বারবার কূটনৈতিক কথা চালাচালি হলেও সক্ষম হয় নি শেখ হাসিনা সরকার।

Header Ad
Header Ad

নমরুদের মতো ক্ষমতা ছিলো শেখ হাসিনার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

নমরুদের মতো ক্ষমতায় থেকে শেখ হাসিনা আইন আদালতের ঊর্ধ্বে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটায় তার ৮৯তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, নমরুদের মতো আল্লাহর চাইতে তার শক্তি বেশি; হাসিনা সেই পর্যায়ে ছিল। সে দুর্নীতি করবে, টাকা পাচার করবে কিন্তু তাকে স্পর্শ করতে পারবেন না। এত ক্ষমতা যে তার কথায় চারিদিক থেকে পুলিশ-বিজিবি গণতান্ত্রিক আন্দোলন থামাতে ঝাঁপিয়ে পরতো।হাসিনা গণতন্ত্রের পথ বন্ধ করতে গুমের রাজনীতি শুরু করেছিল।

তিনি বলেন, ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে ছাত্রনেতা-যুবনেতা থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান অব্দি অনেকের মরদেহ বিভিন্ন নদীর ধারে পাওয়া গেছে। এই সাড়ে পনেরো বছর চারদিকে শুধু লাশ আর লাশ মিলেছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় লাখ লাখ কোটি টাকা পাচার করলেও তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি।

এ সময় বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জিয়াউর রহমান তার কর্মকাণ্ডের মধ্যদিয়ে, তার আদর্শে এমন দৃষ্টান্ত রেখে গেছেন যেন হাজার বছর ধরে তা লালন করা যায়। পরে ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রিজভী।

Header Ad
Header Ad

১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন

১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন। ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার আপিল মঞ্জুর করে এই রায় ঘোষণা করেন।

২০০৭ সালের ২৬ মার্চ গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় এবং ৩ জুলাই বিচারিক আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে মামুন তার সাজা বাতিলের জন্য আপিল করেন।

গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং ব্যারিস্টার মো. সাব্বির হামজা চৌধুরী।

গত ৬ আগস্ট কারাগার থেকে মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আল মামুন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে, যার মধ্যে চাঁদাবাজি, দুর্নীতি, মানি লন্ডারিং, কর ফাঁকিসহ আরও বেশ কিছু মামলা অন্তর্ভুক্ত। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার করা হয়।

Header Ad
Header Ad

৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ: বাহার ও মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা

বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা। ছবি: সংগৃহীত

কুমিল্লার সাবেক সংসদ সদস্য একেএম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আজ সোমবার দুদক ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করা হয়। দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, সাবেক এমপি বাহারের বিরুদ্ধে ৬৭ কোটি ৪৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

দুদকের তদন্তে দেখা গেছে, বাহারের মোট সম্পদের পরিমাণ ৭৩ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে ৫ কোটি ৭২ লাখ টাকার সম্পদ বৈধ বলে বিবেচিত হয়েছে। এছাড়া, তার ২৯টি ব্যাংক অ্যাকাউন্টে ২৫৮ কোটি ৬৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

অপরদিকে, বাহারের মেয়ে সূচনার বিরুদ্ধে ৩ কোটি ৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

দুদকের তদন্তে দেখা গেছে, সূচনার মোট সম্পদের পরিমাণ ৫ কোটি ৯৭ লাখ টাকা, যার মধ্যে ২ কোটি ৯২ লাখ টাকার সম্পদ বৈধ বলে বিবেচিত হয়েছে। এছাড়া, তার ১৬টি ব্যাংক অ্যাকাউন্টে ৪২ কোটি ৫৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নমরুদের মতো ক্ষমতা ছিলো শেখ হাসিনার: রিজভী
১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ: বাহার ও মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা
সরকারি-বেসরকারি চাকরি পাবেন গণঅভ্যুত্থানে আহতরা, সিভি আহ্বান
নিজে প্রাথমিক সদস্যপদ নবায়ন করে দলের কার্যক্রম উদ্বোধন করলেন তারেক রহমান
বাংলাদেশিদের বের করে দিন, হাসিনাকে দিয়ে শুরু করুন: শিবসেনা নেতা
কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি
সিলেটকে ৬ রানে হারিয়ে ঢাকা ক্যাপিটালসের রোমাঞ্চকর জয়
সমস্যা পোশাকে নয়, সিস্টেমে: সারজিস আলম
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে পারে রাষ্ট্র, মন্ত্রণালয় নয়’
মেজর ডালিমের পর এবার সাংবাদিক ইলিয়াসের টকশোতে আসছে কর্নেল রাশেদ চৌধুরী
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধ ঘোষণা
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
মুক্ত তিন ইসরায়েলি নারীকে ‘উপহারের ব্যাগ’ দিয়েছে হামাস
বনানীতে সড়কে শুয়ে পড়েছেন সিএনজি চালকরা, রাস্তা বন্ধ
এবার ক্লিনিকের বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’
দেশে ৩৩ হাজার ৬৪৮ বিদেশি অবৈধভাবে বসবাস করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মহানবীকে নিয়ে কটূক্তি, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি
পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত