টিকিট বিক্রি নিয়ে টানাটানি, বাসচাপায় যাত্রী নিহত
হবিগঞ্জের লাখাই উপজেলায় বাসের টিকিট কাটার সময় দুই কাউন্টারের লোকজনের টানাটানিতে বাসচাপায় ওহিদ আলী (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের বুল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওহিদ আলী উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত সোবাহান মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ওহিদ আলী আজ সকালে চট্টগ্রাম যাওয়ার জন্য টিকিট কাটতে বুল্লা বাজার স্ট্যান্ডে আসেন। এসময় তার কাছে টিকিট বিক্রি করতে লাকী ও পালকি বাস কাউন্টারের লোকজন টানাটানি শুরু করেন। পরে তিনি পালকি বাসের টিকিট নেন। এসময় সড়কের উপর অবৈধ স্ট্যান্ডে থাকা লাকী পরিবহনের বাস অতর্কিত ওহিদ আলীর উপর উঠে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় স্থানীয়রা সড়ক ঘেরাও করে অবৈধ স্ট্যান্ড অপসারণসহ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেন।
পরে লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, জেলা পরিষদ সদস্য জসিম মিয়া ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া গাড়ির অবৈধ স্ট্যান্ড অপসারণসহ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যাপারে আশ্বস্ত করলে স্থানীয়রা শান্ত হন।
লাখাই থানার ওসি নুনু মিয়া বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। তবে গাড়ি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসজি