আর্জেন্টিনার খেলায় হতাশ হয়ে ব্রাজিলে যোগদান
কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের আসর ঘিরে পুরো বিশ্বের মতো বাংলাদেশেও উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা। ৩২ দেশের লড়াই একটি শিরোপার জন্য। ৩২ দেশ লড়লেও বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক বেশি। সুনামগঞ্জও এর ব্যতিক্রম নয়।
এদিকে বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারেনি আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে শুরু করে বিশ্বকাপ মিশন। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। ২-০ গোলে হারায় মেক্সিকোকে। কিন্তু এরপরেও আর্জেন্টিনার খেলায় হতাশ হয়ে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগ দিয়েছেন সুনামগঞ্জের বায়জিদ আরমান রাজা।
সোমবার (২৮ নভেম্বর) বিকালে সুনামগঞ্জের পৌরশহরের হোসেন বখত পয়েন্ট এলাকায় ফুলের মালা, বিরিয়ানি ও ব্রাজিলের জার্সি পরে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগ দেন বায়জিদ আরমান রাজা।
এসময় তিনি বলেন, আমার ব্রাজিলের খেলা পছন্দ। দলের সেরা তারকা নেইমার। তিনি বিশ্বমানের একজন খেলোয়াড়। শুধু নেইমারই নয়, ব্রাজিলের প্রতিটি খেলোয়াড়ই বিশ্বমানের। তারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সবদিক বিবেচনায় এবারের বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করব। আশা করি, তারা এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।
পরে জেলার ব্রাজিল সমর্থকরা রাজাকে নিয়ে আনন্দ মিছিল বের করেন। কাতার বিশ্বকাপে জয়ের প্রত্যাশায় প্রিয় দল ব্রাজিলকে শুভকামনা জানিয়ে পতাকাসহ আনন্দ মিছিল, কেক কাটা, ফটোসেশন ও র্যালি বের করেন সুনামগঞ্জের ব্রাজিল সমর্থকরা। এসময় ব্রাজিলিয়ান সমর্থকরা বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলেন।
এসজি