ধর্মঘটে ফাঁকা সিলেট, সমাবেশস্থলে নেতাকর্মীরা
পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকেই ফাঁকা সিলেট নগরী। ফলে রাস্তাঘাট ফাঁকা থাকায় বিভিন্ন স্থান থেকে আসা খণ্ড খণ্ড মিছিল দৃষ্টি কাড়ছে নগরবাসীর। যান্ত্রীক নগরে পদযুগলে ভর করেই নেতাকর্মীরা আসছেন সমাবেশস্থলে। এর আগে সকাল ৬টা থেকে শুরু হওয়া বাস মালিক সমিতির আহবানে চলছে পরিবহন ধর্মঘট, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিবহন সংশ্লিষ্ট ৫টি সংগঠন মিলে এই ধর্মঘটের ডাক দিয়েছে। সিলেট বিভাগের ৪টি জেলায় আলাদা আলাদাভাবে ধর্মঘট পালন করা হচ্ছে।
শনিবার সকাল থেকে সিলেট জেলায় ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তবে, শুক্রবার ধর্মঘট না থাকলেও অপর ৩ জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে ধর্মঘট পালন করা হয়েছে। রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। প্রাইভেট যানবাহন ছাড়া গণপরিবহন দেখা গেছে খুবই কম। ফলে রাস্তাঘাটও ছিল ফাঁকা।
এর কারণ উল্লেখ করে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.ময়নুল ইসলাম জানিয়েছেন, সিলেটে গতকাল কোনো ধর্মঘট ছিল না। কিন্তু মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে সকাল থেকে স্থানীয়ভাবে ডাকা ধর্মঘট শুরু হয়েছে। আর ধর্মঘট আহ্বান করে মালিক শ্রমিক নেতারা রাস্তায় অবস্থান নিয়েছেন। এ কারণে দূরপাল্লার কোনো যানবাহন সিলেট শহরে ঢুকছে না। তবে, জেলার ভেতরে আন্তঃউপজেলার গাড়ি চলাচল রয়েছে।
তিনি জানান, পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ সকাল থেকে সিলেট জেলায় ধর্মঘট শুরু হয়েছে। আর ধর্মঘট পালন করতে পরিবহন শ্রমিক নেতারা রাস্তায় নামবেন। ধর্মঘট সফল করতে যা যা করা প্রয়োজন সবই করা হবে। সিলেটে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধসহ ৩ দফা দাবিতে ধর্মঘট সবার আগে ঘোষণা করে জেলা পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।
সরেজমিনে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে- সিলেটে পরিবহন ধর্মঘট না থাকায় ঢাকাসহ দূরপাল্লায় যেতে যাত্রীরা ভিড় করছিলেন। কিন্তু ধর্মঘটের কারণে গাড়ি যেতে পারছে না বলে জানিয়ে দেয়া হয়। এতে করে যাত্রীরা দিনভর ভোগান্তিতে পড়েন।
এদিকে, সিলেট নগরেও আগের তুলনায় কম যানবাহন চলাচল করেছে। গণপরিবহন বলতে কেবল সিএনজি অটোরিকশাই চলাচল করেছে। প্রাইভেট গাড়ি ছাড়া আর কোনো যানবাহন রাস্তায় দেখা যায়নি।
সিলেট জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশের দাবি- আমাদের ধর্মঘট পূর্ব নির্ধারিত। হঠাৎ করে ধর্মঘটের ডাক দেয়া হয়নি। পূর্ব নির্ধারিত ধর্মঘট থাকার কারণে আজ শনিবার সকাল থেকে মালিক সমিতির ডাকে সিলেটে পরিবহন ধর্মঘট পালন করা হবে।
তিনি জানান, দাবি পূরণ না হলে আমরা বৃহৎ পরিসরে ধর্মঘটে যেতে পারি। এদিকে, সিলেট শহরের আলিয়া মাদ্রাসার মাঠে এসে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে গণসমাবেশ শুরু হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এএজেড