বিএনপির গণসমাবেশ: পোস্টারময় এক সিলেট
যত দূর চোখ যায়, চারিদিকে শুধুই পোস্টার আর বিলবোর্ড। যেন পোস্টারময় এক নগরী। সাথে বড় বড় বিলবোর্ড, প্লে-কার্ড ও ফেস্টুনও রয়েছে সর্বত্রে। আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে প্রচারণার জন্য ফাঁকা নেই নগরীর কোনো দেওয়াল। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সাড়ে ১১টায় সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে এমন চিত্র দেখা গেছে। এ ছাড়াও প্রতিদিন প্রচার-প্রচারণায় মাইকিং চলছে নগরীজুড়ে।
ইতিমধ্যে সিলেটে গণসমাবেশ সফল করতে ছয়টি কমিটি গঠন করেছে বিএনপি। এই ছয়টি কমিটিতে আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সিলেট বিভাগের দায়িত্বরত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ, ক্ষুদ্র ঋণবিষয়ক সহ-সম্পাদক আবদুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান, হবিগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জি কে গৌছ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ।
কমিটিগুলোর মধ্যে ‘আবাসন ব্যবস্থাপনা’ কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে। ‘ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কমিটি’র আহ্বায়ক হিসেবে আছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। ‘প্রচার ও মিডিয়া কমিটি’তে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, ‘অভ্যর্থনা কমিটি’তে মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী, ‘আপ্যায়ন কমিটি’তে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন এবং ‘দপ্তর কমিটি’তে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির শাহীনকে আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়াও সিলেট বিভাগীয় সমাবেশ সফলে সার্বিক তত্ত্বাবধানে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান এবং যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
সমাবেশের ব্যাপারে বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগীয় সমাবেশে আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়াও আশপাশের রাস্তায় মানুষজনের ব্যাপক সমাগম ঘটাতে চায় বিএনপি। এ কারণেই বিভাগের জেলা ও উপজেলাগুলোতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা নিয়মিত গণসংযোগ, পথসভা, প্রচারপত্র বিতরণ, প্রচার মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
এদিকে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, কিছু কিছু জায়গায় পুলিশ প্রচার মিছিল ও প্রচারপত্র বিতরণে বাধা দিচ্ছে। তবে কোনো বাধা-বিপত্তি গণসমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঠেকাতে পারবে না। বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে সমাবেশ সফলে কাজ করছেন। নগরজুড়ে ব্যানার, পোষ্টার বিলবোর্ড, ফেস্টুন সাঁটানো এ প্রস্তুতিরই অংশ।
এসআইএইচ