মধ্যরাতে সমঝোতা, চা শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত
গতকাল মধ্যরাতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত না মেনে কর্মবিরতি অব্যাহত রেখেছেন চা শ্রমিকরা৷ গতকাল রাতে জেলা প্রশাসক ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক একটি সমঝোতা সাক্ষর হয় সেখানে চা শ্রমিকদের মজুরি ১২০ টাকায় কাজ করে যাওয়ার কথা বলা হয়,পাশাপাশি চা শ্রমিকদের সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের দাবী জানান চা শ্রমিকরা৷ কিন্তু ইউনিয়ন এসব দাবী মেনে কাজে ফেরার সিদ্ধান্তে এলেও সেই সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হতে দেখা যায় নি৷
সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের কিছু শ্রমিক কাজে যান কিন্তু অনান্য বাগানের শ্রমিকরা কাজে যোগ দেননি৷ ভাড়াউড়া চা বাগানের কাজে যাওয়ার খবর শুনে কালীঘাট বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে৷ সেই মিছিল ভাড়াউড়া চা বাগান হয়ে শ্রীমঙ্গল চৌমোহনা প্রদক্ষিন করে৷
এদিকে ইউনিয়নের সিদ্ধান্ত প্রত্যাখান করে সাধারন চা শ্রমিকরা ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে৷ এদিকে মৌলভীবাজার জেলার রাজনগর,কুলাউড়া ও কমলগঞ্জের চা বাগানের অধিকাংশ চা বাগানগুলোতে শ্রমিকরা কাজে অংশ নেন নি৷ সাধারন চা শ্রমিকদের দাবী, প্রধানমন্ত্রী নিজে যদি মজুরির ব্যাপারে সিদ্ধান্ত দেন তাহলে আমরা মেনে নিবো৷
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিপেন পাল জানান, সাধারন চা শ্রমিকরা কোন কিছু বুঝতে চাচ্ছে না৷ আমাদের দাবী তিনশ টাকাই কিন্তু প্রধানমন্ত্রী যা নির্ধারন করবেন আমরা সেটা মানবো৷ শ্রমিকরা আমাদের কথা শুনছে না, শুনলে তো বাগানে কাজ হতোই৷
এএজেড