কুড়িগ্রাম সীমান্তে লাগানো সিসি ক্যামেরা খুলে নিতে রাজি হলো বিএসএফ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় গাছে লাগানো সিসি ক্যামেরা খুলে নিতে সম্মতি জানিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় বিএসএফের সিসি ক্যামেরা, বিজিবির কড়া প্রতিবাদ
বৈঠকটি অনুষ্ঠিত হয় ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে, যেখানে আলমগীর হোসেনের বাড়ির আঙিনা ব্যবহার করা হয়। বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রামের ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাহমুদুল হাসান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।
এরপর একই স্থানে বিজিবির দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিএসএফ অতি গোপনে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর ৯ এস সাব পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে একটি গাছের ওপর সিসি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি জানাজানি হলে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনভর বিজিবি ও বিএসএফের ক্যাম্প ও কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হলেও সমাধান হয়নি।
এ অবস্থায় আজ (মঙ্গলবার) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিএসএফ অবশেষে সিসি ক্যামেরাটি সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি দেয়। সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনগণ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং এতে তাদের উদ্বেগ কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)