কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় বিএসএফের সিসি ক্যামেরা, বিজিবির কড়া প্রতিবাদ
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিসি ক্যামেরা স্থাপন করেছে, যা নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস-এর ৯৭৮ নম্বরের পাশে রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিএসএফ সদস্যরা একটি ইউক্লিপটাস গাছে এই সিসি ক্যামেরাটি স্থাপন করে। এটি বাংলাদেশের দিকে তাক করা অবস্থায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি সোমবার সকালে বিজিবিকে জানালে বিজিবি দ্রুত বিএসএফকে ডেকে কড়া প্রতিবাদ জানায় এবং ক্যামেরা অপসারণের দাবি করে।
এ ঘটনায় দুপুর ২টা পর্যন্ত বিজিবি-বিএসএফের মধ্যে একাধিক আলোচনা হলেও ক্যামেরা সরায়নি বিএসএফ। বিষয়টি নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ঝাকুয়াটারী সীমান্তে অবস্থিত দুই দেশের ঐতিহ্যবাহী একটি মসজিদ পুনঃনির্মাণের কাজ চলছে, যা ঘিরেই মূলত বিএসএফের নজরদারি বেড়েছে। রাতের আঁধারে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করায় নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী জামে মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন বলেন, “এই মসজিদে ভারত ও বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে নামাজ আদায় করে আসছে। দেশভাগের সময় সীমান্ত টানা হলেও আমাদের সম্পর্ক বিভক্ত হয়নি। কিন্তু দুই বছর ধরে মসজিদ পুনঃনির্মাণে বিএসএফ বাধা দিচ্ছে। এবার তারা রাতের আঁধারে সিসি ক্যামেরা লাগিয়েছে, যা আমাদের নিরাপত্তা বিঘ্ন করছে।”
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, শূন্যরেখায় স্থাপিত সিসি ক্যামেরা নিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে এবং সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
এদিকে, সোমবার সকাল থেকে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়। স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক বিএসএফ সদস্য অবস্থান করছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। বিজিবি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছে।