বিরামপুরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন
বিরামপুরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন। ছবি: ঢাকাপ্রকাশ
সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের লেফটেন্যান্ট কর্ণেল উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।
সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় দিনাজপুর বিরামপুর উপজেলায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের লেফটেন্যান্ট কর্ণেল মশিউদ্দিন আহম্মেদ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনে করেন।
এসময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, সেভেন হর্স ইউনিটের লেফটেন্যান্ট কর্ণেল মশিউদ্দিন আহম্মেদ, মেজর আশিকুর রহমান আশিক, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনজুরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল, এএসএম মুছা, রায়হান কবীর চপল, মিজানুর রহমান, আকরাম হোসেন, মাসুদ রানা, শামিউল আলমসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যগণ পুলিশ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এসময় সেনাবাহিনী ও বিরামপুর উপজেলা প্রশাসনের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে তাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন সেনাবাহিনীর বিশেষ দল।