গোবিন্দগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনে শিক্ষার্থীদের মনিটারিং

ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রন এবং ভারসাম্য রক্ষায় বাজার মনিটারিং করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
শুক্রবার উপজেলা সদরের গোলাপবাগ হাটের সবজি বাজার, মাছ বাজার, ডিম ও মাংস বাজার সহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে ঘুরে, ঘুরে নিত্যপন্যের মূল্য শোনেন এবং গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য না নেয়ার জন্য ব্যবসায়িদের প্রতি আহবান জানান।
মনিটারিং টিমে গোবিন্দগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীন সরকার বাধন,সাধন মোহন্ত, ওমর ফারুখ, মামুন খান, মোস্তাকিম আহমেদ সজীব, অয়ন সুলতান, সাকিবুল হাসান সাকিব, অর্কিক সুলতান, ফারহান তানজিম আজম, রাফিফ রকি ও হুমায়ুন আহমেদ বিপ্লব উপস্থিত ছিলেন।
