পঞ্চগড়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাসের পেছনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মাঝিপাড়া ডাহুক ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ৮ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য আব্দুল হক (৪৫) ও অপু (১৮) নামে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- তেতুঁলিয়া উপজেলার আব্দুল হক (৪৫), হসিবুল ইসলাম (২৩), রবিউল ইসলাম (২৬), রবিউল ইসলাম (৪২), সুরাইয়া (২০), শাপলা (২০), আব্দুল গণি (৫৯), জিতেন রায় (৫৫), সলিম উদ্দীন (৫৫), রফিকুল ইসলাম (৩০) ও অপু (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে তেঁতুলিয়ার উদ্দেশে যাচ্ছিল ‘ফোর সিস্টার’ নামের যাত্রীবাহী বাস। এদিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। বাসটি উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ডাহুক ব্রিজ এলাকায় পৌঁছলে গাড়ির পেছনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের ডান পাশে পড়ে। এতে ওই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে ৮ জনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে অপু ও আব্দুল হক নামের দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু ইসলাম বলেন, আহতদের বেশিরভাগই শঙ্কামুক্ত। তারা শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দুইজনের নাক ও মুখে গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে স্থানান্তর করা হয়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফরহাদ আলম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে অনেক যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি আমরা।
এসজি