রংপুরের সাবেক কাষ্টমস সুপারের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরের সাবেক কাষ্টমস সুপার আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে ৭ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে মামলা দায়ের করা হয়েছে। রংপুর দুদক সমন্মিত কার্যালয়ের সহকারী পরিচালক একে এম নুর আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর দুদক কার্যালয়ের উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, দুদক প্রধান কার্যালয়ের অনুসন্ধানে বলা হয় যে সাবেক রাজস্ব কর্মকর্তা শুল্ক ও আবগারী ভ্যাট সার্কেলের সুপার আলাউদ্দিন মিয়া বিভিন্ন দলিল মূলে মোট ৮১৫ দশমিক ৯৩ শতক জমিসহ স্থাপনার মূল্য ৫ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার টাকায় ক্রয়ের মাধ্যমে অর্জন করেন। তিনি এবং তার ভাই মো. শাহাজাদা যৌথ নামে বিভিন্ন ব্যাংকে গচ্ছিত মোট ১ কোটি ২৭ লাখ ২০ হাজার ৭২৫ টাকাসহ আলা উদ্দিন মিয়ার মোট স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য ৭ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৭২৫ টাকা।
অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও আয়কর নথি পর্যালোচনা করে দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ঠ আলাউদ্দিন মিয়া ২০০৫-২০০৬ অর্থবছরে অপদর্শিত কৃষি আয় ১৬ লাখ ১২ হাজার ১৭৭টাকা, অপদর্শিত গৃহ সম্পত্তি আয় ৩ কোটি ৪৪ লাখ ২৫৭ টাকা, অপদর্শিত মুলধনী আয় ৪ লাখ টাকাসহ মোট অপদর্শিত মোট আয় ১৯ লাখ ৯৬ হাজার ৪৩৪ টাকা। আর আয়কর নথি অনুযায়ী পেনশন ভাতা থেকে প্রাপ্ত ১ কোটি ৬১ লাখ ৫৯৭টাকা করমুক্ত আয়। গৃহ সম্পত্তির আয় ৬ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, কৃষি থেকে আয় ১ লাখ ৪৩ হাজার ১০০ টাকা, ব্যবসা থেকে আয় ৩ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা, অন্যান্য উৎস থেকে আয় ২৮ লাখ ৯৪ হাজার ৯৭ টাকা। ১৭৮ দশমিক ৭৯ শতক জমি ও দোকান পজেশন ক্রয় বাবদ ২৯ লাখ ৬৪ হাজার ৯৯১ টাকা, ১১০ শতক জমি ক্রয় বাবদ ৪৩ লাখ টাকা ও এফডিআর ৯০ হাজার টাকাসহ মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা।
মামলায় আরও অভিযোগ করা হয়, দাখিল করা আয়কর রিটার্ন মোতাবেক আলাউদ্দিন মিয়ার পারিবারিক ব্যয়ের পরিমাণ ১৭ লাখ ৪৬ হাজার ৯৮৮ টাকা। পারিবারিক ব্যয় বাদে নীট আয়ের পরিমাণ ৩ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৮৬৬ টাকা। সুতরাং তিনি ৩ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৮৫৯ টাকা মূল্যমানের জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়। এমতাবস্থায় সাবেক কাষ্টম সুপার আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ সালের ২৭(১) ধারায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা রুজু করা হলো।
এ ব্যাপারে রংপুর দুদক কার্যালয়ের উপ পরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান জানান, সাবেক কাষ্টমস কর্মকর্তা আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে দুদক আইনে মামলা রুজু করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এসআইএইচ