গাইবান্ধায় আগুনে পুড়ল ৭ ঘর, ১০ লাখ টাকার ক্ষতি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি বাড়ির ৭টি ঘর পুড়ে গেছে। এতে আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (৩ মে) রাত ১০টায় গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে শুকুর উদ্দীন চেংটু, তার দুই ছেলে হেলাল ও বেলাল এবং রমিছা বেগমের ৭টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হেলাল উদ্দীন বলেন, পাশের বাড়িতে ঝগড়া দেখে ফেরার পর তালাবদ্ধ ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তারা চিৎকার করলে প্রতিবেশী ও স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ারের নেতৃত্বে একটি ইউনিট আগুন নিভাতে এলেও ঘটনাস্থলে যাওয়ার রাস্তা না থাকায় অনেক বেগ পেতে হয়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে আরিফ আনোয়ার বলেন, সম্ভবত বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা, চাল, ডাল,তেল,লবণ, চিনি, কাঁচা, বাজার, কম্বল শাড়ি লুঙ্গিসহ অন্যান্য সহায়তা প্রদান করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসআইএইচ