এলাকাবাসীর বাঁধার মুখে রসিকের কাউন্সিলর শিপলু গ্রেপ্তার

রংপুরের সড়ক ও জনপদ বিভাগের জমির জাল দলিল করে বিক্রির মামলায় এলাকাবাসীর বাঁধার মুখে দীর্ঘ ৪ ঘণ্টা পর রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওই সিটি কাউন্সিলরকে নগরীর বিনোদপুর রেলক্রসিং এলাকাস্থ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী।
তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৫টা থেকে ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাউন্সিলর শিপলুকে গ্রেপ্তারে নগরীর বিনোদপুর রেলস্টেশন এলাকায় তার বাড়িটি ঘিরে রাখে পুলিশ। খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ছুটে এসে তাকে গ্রেপ্তার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। অবস্থা বেগতিক হতে থাকলে কোতয়ালী থানা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স ও জলকামান পাঠানো হয়। ইফতারের পর এলাকাবাসী, শিপলুর কর্মী, সমর্থকদের ভিড় বাড়তে থাকে। সিটি নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী পুলিশ দিয়ে কাউন্সিলর শিপলুকে হয়রানি করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। রাত সাড়ে ৯টায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, কাউন্সিলর শিপলুর নামে ৪টি ওয়ারেন্ট রয়েছে। পুলিশ ওয়ারেন্ট তামিল করতে শিপলুর বাসায় গেলে বহিরাগতরা বাধার সৃষ্টি করে। সিটি কাউন্সিলর শিপলুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এসআইএইচ
