১১৬ মোটরসাইকেল মামলায় জরিমানা সাড়ে ৫ লাখ
নিরবিচ্ছিন্নভাবে আইনশৃঙ্খলা ডিউটি, সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন নাগরিকসেবাসহ গত ৭ দিনের বিভিন্ন কর্মকাণ্ড ও অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গত ৭ দিনের বিভিন্ন মামলা, গ্রেপ্তার ও অভিযান নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
পুলিশ সুপার বলেন, নায়িকা ও সুন্দরী মেয়েদের ছবি ডাউনলোড করে নগ্ন ছবি তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে গত রবিবার (২ এপ্রিল) ৩০টি ল্যাপটপ, ১৬টি ল্যাপটপ চার্জার ও ৪টি মোবাইল ফোনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে।
এ ছাড়া ৬০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ১০ জন গ্রেপ্তার, ১০ জুয়াড়িকে আটক, ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল উদ্ধার, ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মেয়াদে ৭টি সাজা ওয়ারেন্ট এবং ৬৯টি ওয়ারেন্ট (জিআর/সিআর) তামিলসহ চুরি মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ৫২ জন আসামিকে গ্রেপ্তার, রেজিস্ট্রেশনবিহীন, হেলমেটবিহীন, ত্রুটিপূর্ণ গাড়ি চালানোর অপরাধে ১১৬টি মামলায় ৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা ও পুলিশের নিরপেক্ষ তদন্ত শেষে রিপোর্ট দাখিলের কারণে জেলা ও দায়রা জজ আদালত ৩ আসামিকে তিন বছরের কারাদণ্ড, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যাবজ্জীবন ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক আসামিকে এক বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং জনসচেতনামূলক প্রচারণা করার লক্ষ্যে ৬৮টি বিট পুলিশিং ৮৭টি উঠান বৈঠক এবং আত্মহত্যা, বাল্যবিয়ে বিষয়ে ৭৮টি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করি।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি আনোয়ারুল ইসলাম, ওসি ডিএসবি আব্দুল মতিন প্রধান, ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক জয় মহন্ত অলক, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, ঢাকাপ্রকাশের জেলা প্রতিনিধি রেদওয়ানুল হক মিলন, সুমন হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।
এসজি