ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের বাবার মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ঠাকুরগাঁও পৌরসভার তৎকালীন চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন (চোখা মিয়া) এর ২৭তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ।
রবিবার (২ এপ্রিল) বিকালে শহরের জে আর সেন্টারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর মো. আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, সম্মাননা উপ-কমিটির আহ্বায়ক আনিসুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট্রের সভাপতি মনোরঞ্জন।
এর আগে সকাল ১০টায় মির্জা রুহুল আমিনের বাসভবনে ও সেনুয়া কবরস্থান মসজিদে কোরআন খতম, দুপুরে কবর জিয়ারত করা হয়।
এ ছাড়া বিকালে জেআর সেন্টারে কোরআনের হাফেজদের সনদপত্র ও অর্থ দিয়ে সহযোগিতা এবং শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের জন্য অধ্যাপক চৌধুরী মো. হুমায়ুন কবির, নারী উন্নয়নে বিশেষ অবদানে জেলা মহিলাদলের সভানেত্রী ও সদর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিসসহ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ সম্মাননা সনদ ও পদক দেওয়া হয়।
পরে সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা খলিলুল রহমান।
এসজি
