ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে টয়লেটের রিং স্লাব বসাতে গিয়ে মাটি ধসে লক্ষণ চন্দ্র পাল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। লক্ষণ দিনাজপুরের বীরগঞ্জ থানার ৯নং সাতর ইউনিয়নের দক্ষিণ দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১১টা থেকে ডিসি বস্তি এলাকায় মমতা বেগমের বাড়িতে কয়েকজন শ্রমিক মিলে মাটির নিচে রিং বসাচ্ছিলেন। প্রায় ১৪টি রিং বসার পর লক্ষণের ওপর মাটি ধসে পড়ে।
এসময় তার সঙ্গে থাকা নারায়ন চন্দ্র চিৎকার করলে তাকে উদ্ধার করতে আশাপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএজেড
