শিশুকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়ার অভিযোগ
টাইফয়েড আক্রান্ত ১১ বছর বয়সী শিশুপুত্র জ্বিলানীকে গত রবিবার (১৯ মার্চ) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ডাঙ্গীবাজার এলাকার বাসিন্দা আকতার হোসেন। জিলানীকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ করা হয়েছে বলে শিশুটির বাবা শুক্রবার (২৪ মার্চ) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই অভিযোগ করেন। এমন স্ট্যাটাসে ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। এ বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা।
তবে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন রোগীর কাছে নেওয়া হয়েছিল কিন্তু শরীরে প্রয়োগ করা হয়নি বলে দাবি করেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিঠুন দেবনাথ। তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ জানার পর নার্স ওই ইনজেকশন প্রয়োগ করেনি। একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
আকতার হোসেন ঢাকাপ্রকাশ-কে জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছেলেকে দিনে দুইবার ইনজেকশন দেওয়ার কথা। এ ছাড়া অন্যান্য সেবা দেওয়া হলেও ছেলের স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছিল না। এর মধ্যে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে একজন নার্স ছেলেকে ইনজেকশন পুশ করতে আসেন। এ সময় আমার স্ত্রী লক্ষ্য করেন যে ইনজেকশন দেওয়া হবে তার মেয়াদ ৫ মাস আগে উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি জানালে ওই ইনজেকশন পুশ করেনি ওই নার্স। এরপর থেকে আর হাসপাতালের কোনো ইনজেকশন তার ছেলেকে পুশ করতে দিচ্ছেন না। বাইরের দোকান থেকে ইনজেকশন কিনে এনে দিচ্ছেন।
জিলানীর মা বলেন, ‘আমার ছেলের শরীরে প্রয়োগ করা ইনজেকশনগুলোও মেয়াদোত্তীর্ণ ছিল। এ কারণে হয়তো ছেলের অবস্থা আরও খারাপ হচ্ছিল। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষ চিকিৎসা নিয়ে আসেন বাঁচার জন্য, মরার জন্য নয়। এই হাসপাতালে রোগী নিয়ে আসলে সঠিক সময়ে চিকিৎসা পাওয়া যায় না। নার্সদের ব্যবহার এতটাই উগ্র যে কিছু বললেই মেজাজ দেখায়। রোগীরা বিছানায় যন্ত্রণায় কাতরালেও তারা এগিয়ে আসেন না। গরিব মানুষদের কোনো দাম নেই তাদের কাছে। গরিব হয়ে জন্ম নিয়ে মনে হয় আমরা পাপ করেছি। এখানে চিকিৎসায় অনেক অবহেলা রয়েছে। রোগীটাকে আরো বেশি অসুস্থ করে দেয় তারা। পরে বাধ্য হয়ে আমরা রংপুরে নিয়ে যায়।
স্থানীয় সংবাদকর্মী মাদেজুল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বলেন, অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগে প্রায়ই রোগীর আত্মীয়-স্বজন ও ডাক্তার, নার্সদের মুখোমুখি হতে দেখা যায়। কিন্তু এর তো কোনো সমাধান হয় না। মানুষ সুস্থতার জন্য যদি হাসপাতালে গিয়ে ভূল চিকিৎসা পায় তাহলে রোগীরা কোথায় যাবেন? হাসপাতাল কর্তৃপক্ষ উচিত বিষয়গুলো নিয়ে তদন্ত করা।
এ বিষয়ে দায়িত্বে থাকা নার্স কুলসুম বলেন, আমরা চিকিৎসকের দেওয়া পরামর্শপত্র অনুযায়ী হাসপাতালে থাকা ইনজেকশন প্রয়োগ করে থাকি। তবে প্রয়োগের আগে সেগুলোর মেয়াদ আছে কি-না সেটা অবশ্যই যাচাই করি। তবে জিলানীর কী হয়েছে তা জানি না।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম আলমাস বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীর কাছে যাওয়ার সুযোগ নেই। রোগীর স্বজনদের করা অভিযোগ তদন্ত করে দেখা হবে।
এসআইএইচ