পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় ১৩ মামলায় গ্রেপ্তার ১৬৫

ফাইল ফটো
পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে লুটপাট, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় ১৩ মামলায় নতুন করে আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৬৫ জনে। আর সংঘর্ষের ঘটনায় মোট মামলার সংখ্যা দাঁড়াল ১৩টি। এর মধ্যে পঞ্চগড় থানায় ১১টি ও বোদা থানায় দুইটি মামলা করা হয়েছে। মামলাগুলোতে মোট আসামি করা হয়েছে নামীয়সহ অজ্ঞাত আরো ১১ হাজার জনকে।
এদিকে সংঘর্ষের ঘটনায় উস্কানিদাতা হিসেবে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে তেতুঁলিয়া পুলিশ। পুলিশের দাবি, তিনি এ ঘটনার মাস্টারমাইন্ড।
অন্যদিকে গত শনিবার রাতে দুইজনকে হত্যা করা হয়েছে-এমন গুজব ছড়ানোর অভিযোগে আটক হওয়া যুবদল নেতা ফজলে রাব্বি দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে পঞ্চগড়ের পুলিশ সুপার এম এম সিরাজুল হুদা বলেন, আমরা এ ঘটনায় আরও মামলা করব। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের ধরা হচ্ছে। অযথা কাউকে হয়রানি বা আসামি করা হবে না। সে বিষয়ে আমরা খেয়াল রাখছি।
এসআইএইচ
