ফেসবুক-ইমোতে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ৫

ফেসবুক ও ইমোতে প্রতারণার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।
তিনি বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার ফেসবুক প্রতারক রুবেল শেখ ও মো. জুয়েল আকন্দ কিছুদিন আগে পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের মোহাম্মদ আপেল মাহমুদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করে। পরে গত ৩ মার্চ রাতে বন্ধুত্বের সুবাদে গোবিন্দগঞ্জে ডাকে আপেলকে। তাকে স্থানীয় একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক নগ্ন করে ১ লাখ টাকা দাবি করে তারা। অর্থের বিষয়টি পরিবারকে জানালে পুলিশের আশ্রয় নেয় তার পরিবার। পরে ওই হোটেল থেকে আপেলকে উদ্ধার করে তাদের ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে ইমোতে প্রেমের ফাঁদ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের মোছা. মেহনাজ আক্তার সাথী ও তার স্বামী মো. আরিফুল ইসলাম আরিফ এবং সহযোগী ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, ইমো প্রতারক মেহনাজ আক্তার সাথী জেলার ফুলছড়ি উপজেলার মো. জহুরুল ইসলামের সঙ্গে ইমোতে কয়েকদিন আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ৩ মার্চ সন্ধ্যায় জহুরুলকে তার সঙ্গে দেখা করতে গোবিন্দগঞ্জে ডাকে সাথী। সাথীর কথামতো জহুরুল গোবিন্দগঞ্জে গেলে কৌশলে গোবিন্দগঞ্জের ভাড়া বাসায় নিয়ে গিয়ে সাথীর স্বামী আরিফ ও তার সহযোগী ফাহিমসহ দুইজনে মিলে তাকে মারধর করে এবং ২ লাখ টাকা দাবি করে। টাকার জন্য জহুরুল তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি তারা পুলিশকে জানায়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সাথীর ভাড়া বাসা থেকে জহুরুলকে উদ্ধার ও প্রতারক স্বামী-স্ত্রীসহ তাদের সহযোগীকে গ্রেপ্তারর করে।
সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইমো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিল বলে জানান পুলিশ সুপার।
এসজি
