'বিএনপি-জামায়াতকে শান্তির পথে আসার আহ্বান'

রংপুরের আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতকে অশান্তির পথ ও ষড়যন্ত্র পরিহার করে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন। সংসদ নির্বাচন ঘিরে দেশে নতুন করে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে বিএনপি-জামায়াতকে কোনো ছাড় না দেয়ার হুঁশিয়ারী দিয়েছেন রংপুরের আওয়ামী লীগ নেতারা।
শনিবার দুপুরে বিএনপির-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক পদযাত্রার নামে অপ-রাজনীতির বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশ করে রংপুর মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। রংপুর মহানগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মোড় সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে শান্তি সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তখন বিএনপির-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতা বিরোধী এই অপশক্তি এখন দেশব্যাপি সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক পদযাত্রার নামে অপ-রাজনীতি শুরু করে দিয়েছে। যত ষড়যন্ত্র করুক না কেন, তাদের আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। কারণ জনগণ বিএনপি-জামায়াতকে চায় না।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সদস্য আব্দুল মতিন, অ্যাডভোকেট দিলশাদ মুকুল, গোলাম রব্বানী বিপ্লব, মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল হামিদ, হারাগাছ মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, তাজহাট মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সভাপতি এমাদ উদ্দিন আহমেদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ।
রংপুরের আওয়ামী লীগ নেতারা বিএনপির-জামায়াতকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সময় আছে, অশান্তি ছেড়ে দিয়ে শান্তির পথে আসেন। জনগণের ভোটকে শ্রদ্ধা জানিয়ে ভোটে আসেন। নইলে এরপর আপানাদের আর খুঁজে পাওয়া যাবে না। দেশের জনগণ এখন উন্নয়নে বিশ্বাসী।
তারা আর হাওয়া ভবন চায় না, বিদ্যুতের পরিবর্তে খাম্বা চায় না। তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ মৌলিক চাহিদার নিরাপত্তা নিশ্চিত হওয়াতে বার বার শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চায়। আগামীতে জনগণের ভোটেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে সরকার গঠন করবে।
এএজেড
