৩ কোটি টাকা নিয়ে উধাও আজিজ কো-অপারেটিভ ব্যাংক

জেলার ডোমারে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেড নামে একটি বে-সরকারি প্রতিষ্ঠান গ্রাহকের প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। টাকা ফেরত না পেয়ে গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই তার শেষ সম্বলটুকু এখানে রেখে এখন পথে বসতে বসেছে।
সরজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ডোমার পৌরসভার প্রান কেন্দ্র এলাকায় ভাড়ায় অফিস নিয়ে জাঁকজমক ভাবে কার্যক্রম শুরু করেছিল এ প্রতিষ্ঠানটি। শুরু থেকেই তারা গ্রাহককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এখানে টাকা জমা রাখতে বলে। যেহেতু ব্যাংক হিসেবে তারা প্রচারনা চালিয়েছে তাই গ্রাহকরা তাদের কথা বিশ্বাস করে এখানে মোটা অংকের টাকা সঞ্চয় রেখেছে।
প্রতিষ্ঠানটির ডোমার শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী অল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে শত শত গ্রাহকের নিকট থেকে প্রায় ৩ কোটি টাকার অধিক স্থায়ী আমানত সংগ্রহ করেন।
ব্যাংকটির গ্রাহক সনজু আগর ওয়ালা বলেন, তিনি ২ লক্ষ ৯০ হাজার টাকা ডিপিএস জমা রাখেন। এখন অফিসে গিয়ে দেখেন অফিস তালাবদ্ধ।
মানিক নামে আরও একজন গ্রাহক জানান, তার জমা রয়েছে ৩০ হাজার টাকা। টাকা তুলতে গিয়ে দেখি ব্যাংক তালাবদ্ধ। ফোন দিলে কর্মকর্তারা ফোন ধরেন না।
এভাবে থানাপাড়া এলাকার গায়িত্রী দেবির ৫ লাখ টাকা, ব্যবসায়ী মতিনের প্রায় চার লাখসহ ডোমার বাজার এলাকার প্রায় শতাধিক ব্যবসায়ীর নিকট থেকে মোটা টাকা জমা নিয়ে কর্মকর্তারা গা-ঢাকা দিয়েছে।
এদিকে শত শত আমানতকারী তাদের সঞ্চিত টাকা ফেরত পাওয়ার আশায় ব্যবস্থাপকসহ বিভিন্ন কর্মকর্তার কাছে ধর্ণা দিয়েও তাদের আমানত ফেরত পাচ্ছেন না। এসব গ্রাহকেরা তাদের সঞ্চিত টাকা ফেরত পেতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ব্যবস্থাপক, কর্মকর্তা রবিউল, নুরুসহ সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
প্রতিষ্ঠানটির ডোমার শাখায় কর্মরত নুরুর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি রং নাম্বারে ফোন দিয়েছি বলে জানান। আরেক কর্মকর্তা রবিউল কে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। গ্রাহকরা বলেন, প্রায় দুই মাস থেকে বন্ধ রয়েছে ব্যাংকটি।
এএজেড
