লালমনিরহাটে জেএমবির ৪ সদস্যের যাবজ্জীবন

অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। এসময় আদালত এলাকায় কঠোর পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা লালমনিরহাট জেলা কারাগারে রয়েছেন।
সাজাপ্রাপ্ত জিএমবির সদস্যরা হলেন- আসাদুজ্জামান ওরফে আপেল, শফিক ইসলাম, মোখলেছার রহমান ও আবু জাহিদ ওরফে জাহিদুল ইসলাম ওরফে রুমেল। তারা পাটগ্রাম উপজেলার সোহাগুর ও রসুলগঞ্জের বাসিন্দা।
২০১৮ সালের ৮ আগস্ট রাতে পাটগ্রামের পোস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছিল র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, পিস্তলের দুটি গুলি, একটি ম্যাগাজিন, দুটি শুটার গান, শুটার গানের দুটি গুলি, কয়েকটি মোবাইল ও ৬০টি জিহাদি বই উদ্ধার করা হয়। তারা গোপন একটি স্থানে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করছিলেন।
মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন লালমনিরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন।
এসজি
