অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল ভাপা পিঠা বিক্রেতার

কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহণী বাজার এলাকায় অটোরিক্সার ধাক্কায় ফজলু মিয়া (৪৫) নামে এক ভাপা পিঠা বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ঘটনাটি ঘটে।
নিহত ফজলু মিয়া সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ত্রিমোহণী বাজারে সড়কের পাশে শীতকালীন ভাপা পিঠা বিক্রি করছিল ফজলু। রাত সাড়ে ১০টার দিকে যাত্রী বোঝাই একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে ফজলু মিয়ার দোকানের উপর উঠে পড়ে। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিক্সাটি জব্দ করে। চালক পলাতক রয়েছেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, নিহত ফজলু মিয়ার পরিবার থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এসআইএইচ
