গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন এক পথচারী। বুধবার (৯ নভেম্বর) রাত ১১টার সময় সাঘাটা উপজেলার কচুয়াহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাঘাটা উপজেলার কচুয়া হাট গ্রামের আব্দুর রহিমের ছেলে নূরে আলম (৩৫) ও ছোট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে রনি মিয়া (৩০)। আর আহত ব্যক্তি হাটকচুয়া গ্রামের মৃত্য বছির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫)।
স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার সময় ওই দুইজন মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীসহ রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলর দুইজন মারা যায় এবং পথচারী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রজব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআইএইচ
