পঞ্চগড়ে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু

পঞ্চগড়ে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারী অডিটোরিয়াম চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক মন্ত্রনালয়ের উপসচিব আসাদুজ্জামান। পরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ সূচনা করেন অতিথিরা।
এদিকে জেলা সাহিত্য মেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য বাংলা একাডেমীর পরিচালক ডা. মুজাহিদুল ইসলাম, বাংলা একাডেমীর সাধারণ সম্পাদক আবিদ করিম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা সকলকে ভার্চুয়াল জগতের মোহ থেকে বেরিয়ে এসে বই মুখী ও সাহিত্য মুখী হবার আহ্বান জানান। নিজেদের জ্ঞানের ভান্ডার আরো বেশি সমৃদ্ধশালী করতে বেশি বেশি করে কবিতা, ছড়া, উপন্যাস লেখার অনুরোধ করেন তারা। মেলার শুরুতে কবি, সাহিত্যিক ও লেখকদের রেজিস্ট্রেশনের মাধ্যেমে তালিকা প্রনয়ন করছে জেলা প্রশাসন।
এএজেড
