কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির সময় আটক ১

অবৈধভাবে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অপরাধে মজিবুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে চিলাহাটি ষ্টেশনে টিকিট কালোবাজারে বিক্রির সময় তাকে আটক করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে নীলসাগর ট্রেনের ৩২ টি আসনের ১৪টি টিকিট পাওয়া যায়।
বুধবার(২ নভেম্বর) রাতে চিলাহাটি স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সৈয়দপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক মিন্টু আহমেদ। অভিযান সময়ে রেল স্টেশনে কালোবাজারে নীলসাগর ট্রেনের টিকিট বিক্রিকালে মজিবুলকে আটক করা হয়। মজিবুল ইসলাম উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের দিগন্তপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক সাকিউল আযম জানান, চিলাহাটি রেল স্টেশনে ৩২টি আসনের ১৪টি নীলসাগর ট্রেনের টিকিটসহ মজিবুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১/২২
এএজেড
