ভোট কেনার টাকা ফেরত না পেয়ে ইউপি সদস্যকে হত্যার হুমকি!

রংপুর জেলা পরিষদের সদ্য সমাপ্ত হওয়া নির্বাচনে জোর করে টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হওয়ার পর টাকা ফেরতের জন্য ইউপি সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আলতাব হোসেন নামের এক জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে একটি অডিও বিভিন্ন মহলে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সোমবার (৩১ অক্টোবর) দুপুরে নিজের নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সংরক্ষিত সদস্য (৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড) মোরশেদা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগে করে বলেন , জেলা পরিষদ নির্বাচনের আগের রাতে আমাকে জিম্মি করে তার প্রতীকে ভোট দিতে ৫০ হাজার টাকা দেন ২ নম্বর ওয়ার্ডের জেলা পরিষদ সদস্য প্রার্থী আলতাফ হোসেন। তাকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়। তার পর থেকে ওই টাকা ফেরত চেয়ে চাপ দিতে থাকেন। স্থানীয় বকুলতলা বাজারে সবার সামনে ওই টাকা না দেয়ায় লাঞ্ছিত ও হেনস্তার কথাও জানান জানান তিনি।
ইউপি সদস্য মোরশেদা বলেন, বিভিন্ন সময়ে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ওই টাকা ফেরত চান। টাকা না দিলে আমাকে নানাভাবে বেইজ্জতি ও মেরে ফেলার হুমকি দেন। আমি এখন প্রাণনাশের শঙ্কা প্রকাশ করছি।
তিনি বলেন, আমি জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় একটি অভিযোগ দিলেও কোনো সুরাহা পাচ্ছি না। তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এদিকে এ অভিযোগের বিষয়ে জেলা পরিষদের সদস্য আলতাব হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, এটি পুরোপুরি মিথ্যা অভিযোগ। আমি তার কাছ থেকে ধারের এক লাখ টাকা চাইতে গেলে তিনি এ ধরনের বানোয়াট বানিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে।
এ ব্যাপারে অভিযোগ গ্রহনকারী কর্মকর্তাদের একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা মোবাইল রিসিভ করেননি।
এসআইএইচ
