রংপুরের কাউনিয়ায় কালীমূর্তি ভাঙচুর

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ কেন্দ্রীয় মহাশ্মশান ও কালী মন্দিরের কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ অক্টোবর) রাতের আঁধারে এ ঘটনা ঘটেছে বলে কাউনিয়া থানা সূত্রে জানা গেছে।
সোমবার (৩১ অক্টোবর) সকালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরে গিয়ে এ ঘটনা দেখতে পেয়ে পুলিশকে অবগত করেন। খবর পেয়ে কাউনিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা সিআইডির ক্রাইমসিনের একটি দল মন্দির প্রাঙ্গনে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
দুপুরে রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত র্কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অভয় চন্দ্র বর্মন বলেন, যারা কালী প্রতিমা ভাঙচুর করেছে তাদের আইনের আওতায় আনার দাবি করছি। তবে সাধারণ মানুষ যেন পুলিশি হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত র্কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে ইতোমধ্যে পুলিশের বিভিন্ন সংস্থার লোকজন কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক মো. আসিব আহসান বলেন, এটি ন্যাক্কারজনক কাজ। এই এলাকা খুবই শান্তি প্রিয় এলাকা। এখানে যে-ই শান্তি-সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায়া আনা হবে। এ ছাড়া এখানে প্রতিমা প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।
এসজি
