হিলিতে গেটম্যানের বিচক্ষণতায় রক্ষা পেল মিতালি এক্সপ্রেস

দিনাজপুরের হিলিতে গেটম্যানের বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালি এক্সপ্রেস ট্রেন। বেঁচে গেলেন ট্রেনে থাকা ৮৪ যাত্রী। ২০ মিনিট পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেল ট্রেনটি। বন্দর দিয়ে সচল হলো দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য।
রবিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেটে এই ঘটনা ঘটে। পরে বিকাল ৫টা থেকে এই পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। একইসঙ্গে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।
গেটম্যান সুজন চন্দ্র বলেন, ভারত থেকে আমদানি করা পাথরবাহী এক ট্রাক রেললাইনের উপরে উঠলে ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। একইসময়ে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালি এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন থেকে হিলির দিকে আসতে থাকে। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে বিজিবির সহায়তায় লাল কাপড় উড়িয়ে আউটার সিগন্যালের কাছে সেই ট্রেনটিকে দাঁড় করায়। যদি ট্রেনটি চলেই আসত তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত। ট্রেন ও ট্রাকের ক্ষয়ক্ষতি হতো ট্রেনে থাকা যাত্রীদের প্রানহানি ঘটত।
ট্রেনটির চালক কাজী ওয়াহেদুজ্জামান বলেন, ভারত থেকে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটিকে আমরা পার্বতীপুর থেকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছিলাম। হিলি সীমান্তের চেকপোস্ট গেটের কাছে এসে এক ব্যক্তিকে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। একইসঙ্গে বিষয়টি সম্পর্কে ঊধ্বর্তন কর্তৃপক্ষ আমাদের জানায়।সেই মোতাবেক লাল পতাকা দেখে ট্রেনটি দাঁড় করায়।
ট্রেনে নিরাপত্তার দায়িত্বে নিয়েজিত এসআই মতিন বলেন, রেললাইনের উপরে ট্রাক বিকল হয়ে পড়েছিল যার কারণে গেটম্যান লাল পতাকা উড়িয়েছিল। আর তা দেখে ট্রেনের চালক ট্রেনটি দাঁড় করিয়েছেন। এতে করে আজকে আমরা একটা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম। ট্রেনটি যেমন রক্ষা পেল তেমনি ট্রেনে থাকা যাত্রীরা বেঁচে গেলেন। ২০ মিনিট মতো আমরা অপেক্ষায় ছিলাম এরপরে লাইন ক্লিয়ার হলে আমরা আবার চলে যায়।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ বলেন, মিতালি এক্সপ্রেস ট্রেনটি হিলিতে আসার আগমুহূর্তে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের রেললাইনের উপরে একটি পাথরবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিষয়টি স্টেশন মাস্টারসহ সবাইকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এব্যাপারে আমরা ভারতীয় রপ্তানিকারককে বার বার তাগাদা দিয়েছি যাতে এই ধরনের ত্রুটিপূর্ণ ট্রাক না পাঠায় এ বিষয়ে তারা আমাদের আশ্বস্ত করেছেন।
হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার বলেন, মিতালি এক্সপ্রেস ট্রেনটি হিলির উদ্দেশে যখন বিরামপুর ছেড়ে আসে ঠিক সেসময়ে আমাকে হিলি চেকপোস্টের গেটম্যান জানান ভারত থেকে আসা পাথরবাহী একটি ট্রাক রেললাইনের উপরে বিকল হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে আমি বিষয়টি কন্ট্রোলার পাকশির মাধ্যমে মিতালি এক্সপ্রেস ট্রেনের চালক ও গার্ডকে জানাই। যাতে ট্রেনটি কোনভাবেই অতিক্রম না করে। সেই সঙ্গে গেটম্যানকে লালপতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বলি। যেকোনোভাবেই ট্রেনটিকে দাঁড় করানোর জন্য বলি। সেই মোতাবেক সিগন্যাল পেয়ে ট্রেনটি ঘটনাস্থলের আগেই দাঁড়িয়ে যায়। পরে ট্রাকটি সচল হয়ে পার হয়ে গেলে ২০ মিনিট পর যথারীতি মিতালি এক্সপ্রেস ট্রেনটি চলে যায়।
তিনি আরও বলেন, ভারত থেকে যেসব ট্রাক আমদানিকৃত পণ্য নিয়ে দেশের অভ্যন্তরে আসছে এর অধিকাংশ ট্রাকের কোনো ফিটনেস নেই। যার কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে।
এসএন
