রংপুরে বিএনপির সমাবেশের একদিন পর আওয়ামী লীগের শোডাউন

রংপুরে শনিবার (২৯ অক্টোবর) বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের একদিন পরই রবিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে নৌকা প্রতীক নিয়ে দুই শতাধিক ট্রাকে মহানগরীতে শোডাউন করেছেন আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে নগরীজুড়ে ট্রাক মিছিল করেন। রংপুর জিলা স্কুল মাঠ থেকে শুরু হওয়া ট্রাক মিছিলটি রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোডাউন শুরুর আগে তুষার কান্তি মন্ডল বলেন, শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশ ফ্লপ হয়েছে। তারা ১০ কোটি টাকা খরচ করেও কালেক্টরেট ঈদগাহ মাঠ নেতা-কর্মী দিয়ে পূর্ণ করতে পারেনি। প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা শুরুর আগেই বেশিরভাগ নেতাকর্মী সভাস্থল ত্যাগ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ। তিনি রংপুরের যে উন্নয়ন করেছেন তা বিগত দুইশ' বছরে কেউ করতে পারেনি। তিনি রংপুর পৌরসভাকে সিটি করপোরেশন, রংপুরকে বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নির্মাণসহ অনেক উন্নয়ন করেছেন। এ কারণে রংপুরে বিএনপি ও জাতীয় পার্টির নেতৃত্বের প্রতি বিন্দুমাত্র আস্থা নেই রংপুরের মানুষের।
আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে শেখ হাসিনা তাকে দলের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন এবং বিপুল ভোটে জয়ী হয়ে রংপুরের ৫০ বছরের ইতিহাস বদলে দেবেন বলে আশা প্রকাশ করেন তুষার কান্তি মন্ডল।
এসজি
