বিএনপির বিরুদ্ধে উসকানির অভিযোগ আওয়ামী লীগের

রংপুরে গনসমাবেশের আগের দিন বিএনপির বিরুদ্ধে উসকানি দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। এসময় বিএনপির নেতাকর্মীরা তাদের ব্যানার ফেস্টুন সরিয়ে সমাবেশের ব্যানার লাগিয়েছে বলে অভিযোগ তোলা হয়। শুক্রবার দুপুরের পরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি।
তিনি বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশ যাতে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা আগাগোড়া সহযোগিতা করছি। বিএনপি তাদের গনতান্ত্রিক উপায়ে রাজনৈতিক কাজ পরিচালনা করবে তাতে আদের আপত্তি নেই। আমরা বারবার আশা করে আসছি বিএনপি গনতন্ত্রে ফিরে আসুক রাজনীতিতে ফিরে আসুক, তারা নির্বাচনে ফিরে আসুক।
এই আশা করে তাদের সমাবেশের আগে আমরা কোন সভা সমাবেশ মিছিল করিনি যাতে সমাবেশে ব্যঘাত না ঘটে। কিন্তু গত রাতে বিএনপি ও তাদের নেতাকর্মীরা রংপুর শহরের বিভিন্ন জায়গায় লাগানো আওয়ামী লীগ নেতৃবৃন্দের ব্যানার সরিয়ে সেখানে বিএনপির সমাবেশের ব্যানার লাগিয়েছে। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পায়ে পা দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে। কিন্ত কোন অরাজকতা করলে আমরা ছাড় দেবনা।
তবে এ অভিযোগকে জঘন্য মিথ্যা দাবি করেছেন মহানগর বিএনপির সভাপতি সামসুজ্জামান সামু।তিনি বলেন,আমরা ইজারাদার কোম্পানির কাছ থেকে তিন দিনের জন্য বিলবোর্ড লাগানোর জায়গা ভাড়া নিয়েছি যেগুলো দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ দখল করে রেখেছিল। তারা সংবাদ সম্মেলন ডেকে যে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তাতে একথা স্পষ্ট যে তারাই একটি অরাজকতা তৈরি করার জন্য স্পষ্টভাবে উস্কানি দিচ্ছে। এদিকে বিকেল সমাবেশস্থলে সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে রংপুর মহানগর বিএনপি।
এএজেড
