হিলিতে আলোচনাসভার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে।
শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর হতে একটি বন্যাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমের সামনে সংক্ষিপ্ত এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, মহিলা ভাইসচেয়ারম্যান পারুল নাহার, উপজেলা একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাংলা হিলি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ অনেকে।
এএজেড
