খুলনার পর এবার রংপুর-বরিশালে ধর্মঘট

মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে রংপুরে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে জেলা মটর মালিক সমিতি। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট চলবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রংপুর জেলা মটর মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি একেএম মোজাম্মেল হকের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে আগামী ২৪ ঘন্টা বাস, ট্রাক, মিনি ট্রাক, মাইক্রোবাসসহ সব ধরনের পরিবহন ধর্মঘটের সিন্ধান্ত নেয়া হয়।
মোটর মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে অটো, নছিমন-করিমন, ভটভটি বন্ধের কথা বলা হলেও প্রশাসন তা বাস্তবায়ন না করা, প্রশাসন কর্তৃক নানা প্রকার হয়রানি বন্ধের দাবিতে আমাদের এই ধর্মঘটের ডাক।
দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত, আগামী শনিবার রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিভাগীয় সমাবেশ আয়োজনের কথা রয়েছে। জ্বালানি তেল ও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশের দশ বিভাগীয় শহরে সমাবেশের ডাক দেয় বিএনপি।
এদিকে, আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল বিভাগের ছয় জেলায় ধর্মঘট আহ্বান করেছেন বাস মালিকেরা। মহাসড়কে তিন চাকার যানবহনসহ অনুমোদহীন নসিমন-করিমন ও অন্যান্য যানবহন চলাচল বন্ধের দাবিতে তারা ধর্মঘট ডেকেছেন। আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ।
বিএনপির দাবি, সমাবেশগুলোতে ব্যাপক সমাগম ঠেকাতে চট্রগ্রাম-ময়মনসিংহ-খুলনার মতো রংপুর ও বরিশালেও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
/এএস
