দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিবারের মতো এবারও আগাম শীত অনুভূত হচ্ছে। শনিবার (২২ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সকাল ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে দুপুর গড়িয়ে বিকাল হতেই কমতে থাকে জেলার তাপমাত্রা। সন্ধ্যার পর কুয়াশায় ঢেকে যায় পথঘাট। রাতে বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ভোর হতেই কুয়াশা যেন আরও ঘনীভূত হয়। ঘন কুয়াশায় পথঘাট জেগে থাকার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমতে থাকে। সূর্যের প্রখর যতই বাড়ে ততই যেন ঘন কুয়াশা কেটে আবহাওয়া পরিষ্কার হতে থাকে। তবে সকাল বেলা ঠাণ্ডা ও কুয়াশায় কাজে যাওয়ার সময় দুর্ভোগ পোহাতে হয় নিম্নআয়ের মানুষদের।
পঞ্চগড় সদর উপজেলার ইজিবাইক চালক দেলোয়ার হোসেন বলেন, ‘সকাল বেলা যখন ইজিবাইক নিয়ে বের হই তখন ঘন কুয়াশায় ঠান্ডার কারণে মানুষজন ইজিবাইকে চড়তে চায় না। আমাদের আয়-রোজগারও অনেক কমে যায়।
এ ব্যাপারে তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে সবার আগে শীত আসে যায় সবার পরে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে চলতি মাসের শেষ দিকে আরও তাপমাত্রা কমতে পারে।
এসআইএইচ
