ঘোড়ার গাড়িতে চরে কনে আনতে গেলেন বর
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বর আল-মামুন ঘোড়ার গাড়িতে চরে বিয়ে করতে গেলেন। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ রুহিয়া গ্রামের ইউপি সদস্য বাদশা মিয়ার ছেলে আল-মামুন ঘোড়ার গাড়িতে চরে বিয়ে করতে গাইবান্ধার পাঁচজুম্মা এলাকার কনের বাড়িতে।
প্রায় ১৮ কিলোমিটার দূরে ওই কনের বাড়ি। সাড়ি সাড়ি ঘোড়া গাড়িতে বরযাত্রী যাওয়া দেখে উৎসুক জনতা বিভিন্ন বয়সের নারী-পুরুষ শিশুরাও ভিড় জমায় রাস্তার দুই পার্শ্বে। এই ব্যতিক্তম বিয়ে দেখতে আসা বৃদ্ধ মেনাজ উদ্দিন বলেন প্রায় ৩ যুগ আগে গরুর গাড়ি ও ঘোড়ার গাড়িতে চরে বিয়ে করতে যেতে হতো। সেটি আজ হারিয়ে গিয়েছে হঠাৎ করে ঘোড়ার গাড়িতে বরযাত্রী দেখে মুগ্ধ হয়েছি।
বর আল মামুন নামের বলেন, শিশুকালে দাদা-দাদীর কাছে ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাওয়ার কথা শুনেছি। তখন থেকে আমার স্বপ্ন জাগে ওই গাড়িতে চরে বিয়ে করতে যাব। অবশেষে সেই স্বপ্ন পূরণ করলাম। বেশ ভালো লাগছে।
স্থানীয় লালমিয়া সরকার নামের এক প্রবীণ ব্যক্তি জানান, ওই বরের ইচ্ছে পূরণে ও প্রাচীন ঐতিহ্য তুলে ধরেছে। এটা খুবই প্রসংশার দাবি রাখে।তিনি আরও বলেন বর্তমান তরুণ প্রজম্ম বিষয়টি দেখে অনুপ্রাণিত হবে। এবং যারা বিয়ে করেনি তারা এমন ব্যাতিক্রমী আয়োজন করলে গ্রামীন ঐতিহ্য আবারও ফিরে আসবে।
এএজেড