ছাত্রলীগের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের বোদা উপজেলার শিমুলতলী এলাকায় জেলা ছাত্রলীগ সভাপতি আবু মো নোমান হাসান ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপর দুষ্কৃতিকারী বরর্বোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে জেলা ছাত্রলীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান।
তিনি বলেন, গত ১৮ই অক্টোবর (মঙ্গলবার) রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলম সুজয়ের অসুষ্থ মাকে জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে দেখতে যান। পরে সেখান থেকে ফেরার পথে বোদা পৌরসভার শিমুলতলী এলাকায় একদল ছেলে তাদের পথরোধ করে। পরে তাদের সাথে বাকতিন্ডা শুরু হলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা জেলা ছাত্রলীগ সভাপতি উপর হামলা করে।
এসময় জেলা ছাত্রলীগ সভাপতিকে বাঁচাতে গিয়ে ছাত্রলীগ নেতা রাশেদ, সাগর, আরিফ আহত হয়। পরে তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের জেলা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে ছাত্রলীগ নেতা সাগরের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তিনি আরো বলেন, এখানে জেলা ছাত্রলীগের সদস্য বহিস্কৃত সাধারণ সম্পাদকের ইন্ধন রয়েছে। তারই প্ররোচনায় দুষ্কৃতিকারীরা আমাদের উপর হামলা করে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এর সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার রহমান শুভ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, রেজানুর রহমান তপু সহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সহ গণমাধ্যেম কর্মীরা উপস্থিত ছিলেন।
এএজেড
