পঞ্চগড়ে পাচারের উদ্দেশে রাখা ৪ কঙ্কাল উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জে পাচারের উদ্দেশে রাখা ৪টি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার লোহার ব্রিজ সংলগ্ন রিয়াজুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে চারটি মাথার খুলি ও কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রিয়াজুলের বাড়িতে রাতে ডিবি পুলিশ ও দেবীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালায়। রিয়াজুল দুইটি ট্রাভেলিং ব্যাগে রক্ষিত কঙ্কালগুলো ঘরের বারান্দায় পুঁতে রাখার চেষ্টা করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সে। এ ঘটনায় রিয়াজুলের স্ত্রী কমল বানু পুতুল (৩৮) কে আটক করেছে পুলিশ।
পুলিশের ধারণা, কঙ্কাল ভর্তি ব্যাগগুলো রিয়াজুলের ঘরের ট্রাঙ্কে রাখা ছিল এবং গতকাল রাতেই সেগুলো পাচার করত।
এ ব্যাপারে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, আমরা পৌছানোর ৫ মিনিট আগে তারা সরে যায়। কঙ্কালগুলোও সরানোর চেস্টা করে। এর মধ্যে আমরা বাড়িতে ঢুকে যাই। কঙ্কালগুলো ছিল ট্রাঙ্কে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেলার বেশ কিছু এলাকা থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবিতে একটা মামলা তদন্তাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
এসআইএইচ