ভোট বন্ধের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল
গাইবান্ধা-৫ আসনের (ফুলছড়ি-সাঘাটা) উপনির্বাচনে গোপন কক্ষে জালিয়াতি দেখে ভোট বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। ভোট বন্ধের প্রতিবাদে ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-ফুলছড়ি সড়কের ফুলছড়ি উপজেলা চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। পরে উপজেলা গেট সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এসময় উপজেলা শহরের বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজের সভাপতিত্বে কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন সব যাচাই-বাছাই না করে অতি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোট বন্ধ করে দিয়েছে। দ্রুত নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ভোটের ফলাফল প্রকাশের দাবি জানান তারা।
ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ বলেন, নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হঠকারী সিদ্ধান্ত। কোনো অভিযোগ ছাড়াই এমন সিদ্ধান্ত রহস্যজনক। ভোটের মাঠে একটা লাশও পড়ল না, একটা মানুষও আটক হলো না। কোনো বিশৃঙ্খলা হয়নি নির্বাচনে। তবে কেন বা কী কারণে ভোট বন্ধ করা হলো তা স্পষ্ট নয়। অবিলম্বে সিইসির পদত্যাগ চাই আমরা। সেই সঙ্গে ভোটের ফলাফলও ঘোষণা করার দাবি জানান তিনি।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. রুহুল আমিন, ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল পারভেজ শালু, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
এসজি