প্লাস্টিকের ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা

রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডের অদূরে একটি প্লাস্টিক ব্যাগে কাপড় দিয়ে মোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম সড়কের পাশে একটি প্লাস্টিক ব্যাগ থেকে কাটা পা উদ্ধার করা হয়। উদ্ধার করা পা কোনো পুরুষের বলে জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনতাছির বিল্লা।
তিনি বলেন, রবিবার সকালে বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম সড়কের পাশে ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিক ব্যাগে থাকা পলিথিন ও কাপড় দিয়ে মোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির হাঁটু থেকে পাতা পর্যন্ত বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পায়ের পাতার গোড়ালিতে পচন রয়েছে।
ওসি বলেন, উদ্ধার হওয়া পায়ের সঙ্গে ওড়না, বিছানার চাদর ও অপারেশন সার্জিক্যাল ব্যান্ডেজ ছিল। প্রকৃত ঘটনা জানতে উদ্ধার করা পায়ের অংশের বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া পা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য আজ দুপুরে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া পা মর্গের হিমঘরে রাখা হবে।
এসজি
